সাবেক মন্ত্রী স্বপন সহ ৬০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ইয়ানূর রহমান : মণিরামপুরের উত্তর লাউড়ী গ্রামের বিএনপি কর্মী আনিছুর রহমানকে হত্যার অভিযোগে ৬০ জনকে আসামি করে যশোর আদালতে মামলা হয়েছে। মামলায় সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, থানার তৎকালীন ওসির নাম উল্লেখ রয়েছে। বৃহস্পতিবার নিহত আনিছুরের ভাই মফিজুর রহমান মামলাটি করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এ ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কি না; হলে আগামী ৭ কর্মদিবসের মধ্যে মণিরামপুর থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এমএ গফুর।

অপর আসামিরা হলো, হাকোবা গ্রামের গোলামের ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, সুনীল ঘোষের ছেলে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বাচ্চু, সাবেক এমপি খান টিপু সুলতানের ছেলে সাদাব, সাবেক মন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের ছেলে শুভ, শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর, সাবেক চেয়ারম্যান মরিুজ্জামান মনি, মণিরামপুর থানার তৎকালীন ওসি বিপ্লব কুমার নাথ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহামুদুল হাসান, উত্তর লাউড়ী গ্রামের নীরাপদ’র ছেলে আরাধন ঘোষ, অতিজ ঘোষের তিন ছেলে রিপন, সুমন ও সুজন, হামিদ শেখের ছেলে ইদ্রিস আলী, গোবিন্দ কুমারের ছেলে মিলন, অভিন্দ্র নাথ ঘোষের ছেলে মনোরঞ্জন ঘোষ, মৃত জাহান আলী গাজীর চার ছেলে বাবলু, ভুট্টো, রফিকুল ও শফিকুল, ফজলুর ছেলে আহাদ আলী, মৃত গোলাম রহমানের ছেলে মকলেসুর রহমান মুকুল, গোলাম কুদ্দুসের ছেলে মুকিত, গৌর ঘোষের ছেলে দীপক, মুছার ছেলে বিল্লাল, আজিজের ছেলে রাজ্জাক, সাত্তারের ছেলে আনার, সুকুমার ঘোষের ছেলে লিটন ঘোষ, মুজাম আলীর ছেলে আবুল হোসেন, হামিদের ছেলে কাশেম, মকছেদের ছেলে কামরুল, জামালের ছেলে আমিনুর, নুর আলীর ছেলে আলীম, আজিবরের ছেলে জসিম, গোবিন্দ’র ছেলে সাধু, মোহম্মদের ছেলে করিম, সাধুর ছেলে সুমন, নিরাপদ ঘোষের ছেলে অজিত ঘোষ, দক্ষিণ লাউড়ী গ্রামের বদী নাথ ঘোষের ছেলে দীপক, সুন্দলপুর গ্রামের আব্দুলের ছেলে শাহিন, জনাব আলীর ছেলে আহাদ আলী, মাঝ লাউড়ী গ্রামের মোসলেমের ছেলে ইমরান, মান্নানের দুই ছেলে আসাদ, তৌহিদ, ঘুঘুরাইল গ্রামের খালেকের ছেলে মুকুল, কাশিপুর গ্রামের হাসান বারীর ছেলে ফয়সাল, খোদা বক্সের ছেলে ইউনুস আলী, গরীবপুর গ্রামের শফি কামালের দুই ছেলে জুয়েল, সেলিম, আরশাদের ছেলে ইউছুফ আলী, আরশাদ আলীর দুই ছেলে হাসেম আলী ও নুর আলী, কাশিপুর গ্রামের গিনিনের ছেলে অরবিন্দ, তোফাজ্জেলের ছেলে আশিকুর রহমান, আহম্মদ আলীর ছেলে ফারুক হোসেন, ডাঙ্গা মাসনা গ্রামের জামাল গাজীল ছেলে মফিজুর রহমান ও হেলাঞ্চি গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে আব্দুল অলমি জিন্নাহ।

মামলার অভিযোগে জানা গেছে, মণিরামপুরের উত্তর লাউড়ী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে আনিচুর রহমান বিএনপির কর্মী ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে ২০১৬ সালের ২ নভেম্বর ভোরে আসামিরা আনিচুরের বাড়িতে হামলা করে। আসামি সাবেক মন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে নির্দেশে অপর আসমিরা আনিচুরকে কুপিয়ে গুরুত জখম করে। এরপর আসামিদের সহযোগিতায় অপর আসামি মণিরামপুর থানার তৎকালীন ওসি বিপ্লব কুমার নাথ পায়ে গুলি করে আনিচুরকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। আনিচুরের স্বজনেরা পরে জানতে পারেন তার লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে আছে। আসামিরা ক্ষমতাসিন দলের সদস্য হওয়ায় তখন থানা আদালতে মামলা করা যায়নি। বর্তমানে পরিবেশ অনুকূলে আসায় এ মামলা করা হয়েছে।

  1. kalorifer soba বলেছেন

    Your blog is a treasure trove of valuable insights and thought-provoking commentary. Your dedication to your craft is evident in every word you write. Keep up the fantastic work!

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.