সাবেক ছাত্রলীগ নেতা আবু তাহের আজাদের মাতৃ বিয়োগ, বাদে আছর জানাজা

শাহনেওয়াজ জিল্লু, কক্সবাজার
কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের আজাদের মাতা ও রুমালিয়ারছড়াবাসী বিশিষ্ট ব্যবসায়ী কালু কোম্পানির সহধর্মিণী চম্পা খাতুন মৃত্যু বরণ করেছেন। ২৯ জানুয়ারী সোমবার দিবাগত রাত ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। আজ বিকেলে বাদে আছর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে যথাসময়ে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.