সাতসকালের ভূমিকম্পে কাঁপলো দেশ

ডেস্ক নিউজ:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সকাল ৮টা ২১ মিনিটের দিকে হওয়া ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ২।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিম্পের উৎপত্তিস্থল ছিল উৎপত্তিস্থল বাংলাদেশ সীমান্ত থেকে ৩৯৭ কিলোমিটার দূরে আসামের গুয়াহাটির কাছে শোনিতপুরে। ভূপৃষ্ঠের ২১ দশমিক ৪ কিলোমিটার নীচে। ফলে ভূমিকম্পে কেঁপে উঠে উত্তরবঙ্গের একাধিক জেলা। কম্পন অনুভূত হয় দক্ষিণবঙ্গেও।

রংপুর ও তার পার্শ্ববর্তী জেলাগুলোতে কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর দুইবার ভূকম্পন অনুভূত হয়। ফলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাসা-বাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে ছুটে যায়। তবে কোথাও কোনো হতাহত কিংবা ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি এখনো।

বাংলাদেশ ও ভারত ছাড়াও মিয়ানমার, ভুটান ও চীনের বিভিন্ন স্থানেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশগুলোর বিভিন্ন সংবাদমাধ্যম। বেশ কিছুক্ষণ স্থায়ী হয় এই কম্পন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, স্থানীয় সময় সকাল ৭টা ৫৪ মিনিটে ওই দেশে দুটি ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৪। তবে দ্বিতীয় কম্পনের মাত্রা আরও বেশি ছিল বলে জানা গেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.