রাকিব উদ্দীন, সাতকানিয়াঃ
চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্র-জনতার পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের জমায়েত হওয়ার ডাককে কেন্দ্র করে রোববার (১০ নভেম্বর) সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও কেরানীহাট-বান্দরবান মহাসড়কে বিজিবিকে টহল দিতে দেখা গেছে।
বিজিবির টহলের নেতৃত্বে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম।তিনি বলেন, সাতকানিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা মাঠে রয়েছেন।
উল্লেখ্য, আজ শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের পূর্ব ঘোষিত জিরো পয়েন্টে গুলিস্তানে কর্মসূচিকে পালনের ঘোষণা দেয়। তাদের কর্মসূচি প্রতিহত করতে গুলিস্তানের জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের কার্যালয় পাহারা দিচ্ছেন ছাত্র-জনতা ও পুলিশ।
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৩১
আগের খবর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.