ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মেহেদী হাসান মিরাজের ওপর আলাদা করে থাকবে স্পট-লাইট। কারণ বয়সে তরুণ হলেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অপরিহার্য সদস্য হিসেবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন তিনি। আর আন্তর্জাতিক মঞ্চে টাইগারদের পরীক্ষিত অল-রাউন্ডারও তিনি। এশিয়া কাপে দারুণ পারফর্ম করে আত্মবিশ্বাসী মিরাজ তার ওপর রাখা আস্থার প্রতিদান দিতে চান জিম্বাবুয়ের বিপক্ষে। আর সাকিব আল হাসানের অনুপস্থিতিতে তার দিকেই তাকিয়ে বাংলাদেশ।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে এই অফ স্পিনার বলেন, ‘আমাদের জন্য দুঃখজনক যে, সাকিব ভাই আমাদের সঙ্গে নেই। আশা করি, তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে দলে ফিরবেন। (তার না থাকাটা আমার ওপর) চাপ নয়। এটা আমার কাছে বাড়তি দায়িত্বের মতো। যেহেতু তিনি নেই, বোলিংটা আরেকটু বেশি ভালো করার দায়িত্ব থাকবে আমার।’
সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এশিয়া কাপে বল হাতে মিরাজের নৈপুণ্য নজর কেড়েছে সবার। সাফল্যের মন্ত্র জানান তিনি, ‘আমার কাছে মনে হয়, আমি আগের চেয়ে এখন একটু ভিন্নভাবে চিন্তা করছি। কীভাবে কি করতে হবে তা নিয়ে অন্যভাবে ভাবতে পারছি। মানসিকভাবে একটু শক্ত হয়েছি। আর বোলিংয়ে কিছু বৈচিত্র্য এনেছি, ওইগুলো হয়তো কাজে দিচ্ছে।’
উইকেট নেওয়া কিংবা রান আটকে দেওয়া- যে ভাবেই হোক না কেন ভূমিকা রাখতে চান মিরাজ, ‘ওয়ানডেতে আমি প্রথম দিকে যখন বোলিং করি, ওপেনাররা তখন দ্রুত রান তোলার চেষ্টায় থাকে। তখন আমার দায়িত্ব থাকে রান আটকে বোলিং করার। আমি যদি রান থামিয়ে রাখতে পারি তাহলে আমার যে বোলিং পার্টনার থাকবে, সে উইকেট বের করে নিতে পারবে। দিন শেষে কিন্তু দলের সাহায্য হচ্ছে।’
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.