সাংসদ কমলের মায়ের মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলার শোক

প্রেস বিজ্ঞপ্তি:

বীর মুক্তিযোদ্ধা, সাবেক সাংসদ ও রাষ্ট্রদুত মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরী’র সহধর্মিনী ও কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল’র মাতা বেগম রওশন সরওয়ার আলম চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা সভাপতি নীলিমা আক্তার চৌং  এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আরো শোক প্রকাশ করেছেন সংগঠনের সাধারন সম্পাদক সুরেশ বডুয়া বাঙ্গালী সহ-সভাপতি মহেসীন শেখ, মৃনাল বুড়য়া, যুগ্ম-সাধারণ সম্পাদক, সংগীত বুড়য়া, অজয় মজুমদার, সাংগঠনিক সম্পাদক স্বপন কান্তি দে, সহ-সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন, প্রচার সম্পাদক আব্দুল আলীম নোবেল, ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ টেলিভিশন শিল্পী মোঃ সাহেদ, সদস্য ও সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাংস্কৃতিক কর্মী অমৃত লাল মন্ডল, শিক্ষক ধুব্র সেন দে, বিকাশ চন্দ্র দে, ওসমান গণি, মিন্টু দত্ত, অসীম কুমার দত্ত, কল্লোল দত্ত, উজ্বল কান্তি দে, ব্রজ গোপাল, জান্নাতুল ফেরদৌস সকল নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.