সাংসদদের দ্রুত ঢাকায় ফিরে আসার আহ্বান
ওয়ান নিউজঃ জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এখনও যেসব সংসদ সদস্য নির্বাচনী আচরণবিধি না মেনে নিজ নিজ এলাকায় অবস্থান করছেন তাদের দ্রুত ঢাকায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান সেতুমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সংসদ সদস্যদের এ ধরণের কাজ তিনি ব্যক্তিগতভাবে গ্রহণ করেন না।
সেতুমন্ত্রী বলেন, আত্মঘাতী জঙ্গি হামলার বিষয়টি নিয়ে তারা শঙ্কিত কিন্তু উদ্বিগ্ন নন। তিনি জানান, জনগণকে সাথে নিয়ে তারা এই জঙ্গি তৎপরতাকে পরাজিত করবেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.