সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী আর নেই

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

দৈনিক যায়যায়দিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, হেলাল উদ্দিন চৌধুরী আর নেই। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

বরেণ্য সাংবাদিক হেলাল উদ্দিন বর্তমানে দৈনিক যায়যায়দিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান, এর আগে দৈনিক আজাদী সহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। কক্সবাজার শহরের বার্মিজস্কুল রোডের বাসিন্দা সাংবাদিক হেলাল উদ্দিন স্থায়ীভাবে চট্টগ্রাম শহরে বসবাস করতেন। তিনি কক্সবাজারে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসে সেখানে বুকে ব্যাথা অনুভব করলে তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউ তে ভর্তি করানো হয়েছিলো।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.