সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে শার্শা প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি : সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে শার্শা প্রেসক্লাবে শনিবার দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সহ-সভাপতি হেদায়েত উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সভাপতি প্রভাষক আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুন্নাফ, সাধারন সম্পাদক ইয়ানুর রহমান, দপ্তর সম্পাদক এম ওসমান, কোষাধক্ষ এইচ এম আবুল বাসার প্রমুখ।
এ সময় শার্শা প্রেসক্লাবের সভাপতি তার বক্তব্যে বলেন, শাহজাদপুরের সাংবাদিক শিমুলের পরিবারকে অর্থনৈতিকভাবে সহযোগীতা দিয়ে সহমর্মিতা জানাতে হবে। আমি আশা করি সরকার আমাদের এ দাবি মেনে খুনিদের অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাড় করাবে।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক শাহাবুদ্দিন, আহমেদ আলী খোকন, আবু সাইদ, আসাদুজ্জামান রিপন, মফিজুর রহমান, আব্দুর রহমান, বিষু প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.