সাংবাদিক রোজিনার মুক্তি দাবিতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য সচিবের দফতরে অন্যায় ভাবে ৫ ঘন্টা আটকে রেখে নির্যাতন ও পরে মিথ্যা মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে উখিয়া অনলাইন প্রেসক্লাব।

১৮ মে মঙ্গলবার বিকাল ৫টার দিকে উখিয়া উপজেলা গেইট সংলগ্ন প্রধান সড়কে উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিক রোজিনাকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁর নি:শর্ত মুক্তি দাবি করেন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিক রোজিনার মত একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই ধরণের আচরণ মুক্ত সাংবাদিকতা ও সংবাদ-মাধ্যমের স্বাধীনতার জন্য বড় বাধা। যা দেশের গণতন্ত্রকে চরম ভাবে ব্যাহত করবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিক রোজিনা ইসলামকে নি:শর্ত মুক্তি, মামলা প্রত্যাহার এবং তাঁর উপর নির্যতনের ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির দাবি জানান।

বক্তব্য রাখেন, উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, রিপোর্টার্স ইউনিটি উখিয়ার সভাপতি শরীফ আজাদ, অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জসিম আজাদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শাকুর মাহমুদ, বিএমএসএফের মঈনুদ্দিন শাহীন, অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রফিক মাহমুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিদুয়ানুর রহমান।

উপস্থিত ছিলেন, উখিয়া অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম. সালাহ উদ্দিন আকাশ, প্রযুক্তি বিষয়ক সম্পাদক কনক বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচকে রফিক, নির্বাহী সদস্য তানভীর শাহরিয়ার, হেলাল উদ্দিন, সদস্য সবুজ বড়ুয়া, আলাউদ্দিন সিকদার, রিদুয়ানুল হক সোহাগ, ইমরান খান, সংবাদকর্মি আব্দুল লতিফ বাচ্চু, আজিজুল হক রানা, শাহেদ হোছাইন মু্বিন, হারুন অর রশিদ মূহিন।

এছাড়াও উখিয়া অনলাইন প্রেসক্লাবের মানবন্ধনে এসময় একাত্মতা পোষণ করেন, উপজেলা প্রেসক্লাব উখিয়া, রিপোর্টার্স ইউনিটি উখিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ উখিয়ার নেতৃবৃন্দরা। সঞ্চালনা করেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.