সাংবাদিক রোজিনাকে হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি গঠন

ডেস্ক নিউজ:
প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৮ মে) স্বাস্থ্যসেবা বিভাগ থেকে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয় বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম-সচিব (উন্নয়ন অধিশাখা) মো. সাইফুল্লাহিল আজমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্যরা হলেন- উপ-সচিব (প্রশাসন-২ শাখা) মো. আবদুছ সালাম ও উপ-সচিব (জনস্বাস্থ্য-১) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

পেশাগত দায়িত্ব পালনকালে সোমবার (১৭ মে) সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দপ্তরে দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে পুলিশে দেওয়া হয়। পরে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।

রোজিনা ইসলামকে মঙ্গলবার (১৮ মে) আদালতে তুলে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন।

সাংবাদিকরা বলছেন, রোজিনা ইসলাম স্বাস্থ্যখাত নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করায় পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে।

পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিককে আটকে রেখে হেনস্তা এবং মামলা দায়েরের প্রতিবাদে সারাদেশের সাংবাদিরা ফুঁসে উঠেছেন। তার নিঃশর্ত মুক্তি দাবিতে মানববন্ধন-প্রতিবাদ সমাবেশসহ নানা কর্মসূচি পালন করছেন সাংবাদিকেরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.