নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সাংবাদিক নেজাম ফুটবল একাডেমির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন বৃহস্পতিবার বিকেলে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মরিচ্যাচর গ্রামে এই প্রতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক নেজাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা দৈনিক খোলা কাগজের কক্সবাজার জেলা প্রতিনিধি ও অনলাইন প্রেসক্লাব কক্সবাজার এর সভাপতি মোহাম্মদ নেজাম উদ্দিন।
জানা যায়, সাংবাদিক নেজাম ফুটবল একাডেমির সদস্যদের দুভাগে বিভক্ত করে দুইটি দল গঠন করা হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ফুটবল দল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ফুটবল দল গঠন করে দুই দলে বিভক্ত হয়ে খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দ লকে তিন এক গোলে হারিয়ে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর দল জয় লাভ করেন। খেলা শেষে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের কে ঈদ উপলক্ষে নগদ অর্থ প্রদান করা হয়।
সাংবাদিক নেজাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা মোহাম্মদ নেজামউদ্দিন বলেন, সমাজ ও মাদকমুক্ত রাখতে খেলার কোন বিকল্প নেই। যদি যুবসমাজকে খেলার প্রতি আকৃষ্ট করা যায় তবে সমাজ সুন্দর হবে ও তাদের স্বাস্থ্য সুন্দর হবে। তাই আমি প্রত্যন্ত অঞ্চলে এখানকার তরুণ উঠতি বয়সী ছেলেদেরকে খেলার প্রতি আগ্রহ বাড়াতে কাজ করছে।
এদিকে মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে এই ফুটবল খেলার আয়োজন। সমাজ পরিবর্তনে ভুমিকা রাখবে বলে মনে করেন সচেতন মহল।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.