সাংবাদিক নিহতের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়ান নিউজঃ সিরাজগঞ্জে গুলিতে সাংবাদিক নিহতের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার রাজধানীর মহাখালীতে আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সরকার সন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। হত্যাকাণ্ডে যত বড় শক্তিশালী কিংবা প্রভাবশালীই জড়িত থাকুক না কেন অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। সাংবাদিক হত্যার ঘটনায় জড়িতদেরই পুলিশ গ্রেফতার করছেন বলেও দাবি করেন মন্ত্রী।

সাংবাদিক হত্যায় মেয়রের জড়িত থাকার প্রমাণ মিললে অবশ্যই তাকেও গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মীরুর ব্যক্তিগত শটগানের গুলিতে গত বৃহস্পতিবার আহত হন দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও মুক্তিযোদ্ধা এ কে এম জসিমউদ্দিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.