সাংবাদিক নির্যাতন ও মামলা দায়ের স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি বিএনপির

ওয়ান নিউজ ডেক্সঃ প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে নির্যাতন ও মামলা দায়েরের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসাথে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তিও দাবি করেন তিনি।

আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে এ দাবি করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, রোজিনা ইসলাম একজন সিনিয়র ও অনুসন্ধানী সাংবাদিক। বিভিন্ন সময়ে তার অনুসন্ধানী প্রতিবেদন আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে করোনার সময় স্বাস্থ্যখাতের দুর্নীতি ও অনিয়মের সংবাদগুলো দেশ-বিদেশে আলোচিত হয়েছে। মূলত সরকারের হাজার হাজার কোটি টাকা দুর্নীতির খবর ফাঁস করে দেয়ায় রোজিনা ইসলামকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

বিএনপি মহাসাচিব মির্জা ফখরুল আরও বলেন, একজন সৎ সাংবাদিককে নির্যাতনের ঘটনায় প্রমাণিত হয় যারা সরকারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে লিখবে তাদেরকেই এমন পরিণতি ভোগ করতে হবে। যেন ভয়ে আর কেউ সরকারের বিরুদ্ধে লিখতে না পারে।

তিনি বলেন, বিভিন্ন সময় সরকারের আক্রোশের শিকার হয়ে ৫০ জন সাংবাদিক দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

সাংবাদিক নির্যাতন বন্ধ ও অধিকার আদায়ে এ সময় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

সাংবাদিকদের সাথে আলাপকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.