মোঃ নাজমুল সাঈদ সোহেল,
কক্সবাজারের চকরিয়ায় কর্মরত সাংবাদিক জিয়াবুল হকের বাড়িতে পুলিশের বাঁধা উপেক্ষা করে একদল সন্ত্রাসী দফায় দফায় হামলা চালিয়েছে।
মঙ্গলবার (১০মে)চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক, মহিলাসহ অন্তত ৮ জন কমবেশি আহত হয়েছে। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ সরে আসার সাথে সাথে সাংবাদিকের বসতঘরে লুটপাট ও ব্যাপক ভাংচুর চালায়। ওই সময় সন্ত্রাসীরা স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে দাবী করেছেন সাংবাদিক জিয়াবুল হক। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত ৩ জনকে পুলিশ আটক করেছে বলে থানা সূত্রে জানাগেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে সাংবাদিক জিয়াবুল জানান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.