সহকারী অফিসার, গ্রেড-১ (মার্কেটিং) পদে নিয়োগ

ওয়ান নিউজ ডেক্সঃ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল রংপুর, দিনাজপুর, ফরিদপুর, ঝিনাইদহ, সাতক্ষীরা, নওগাঁ ও মানিকগঞ্জে সহকারী অফিসার, গ্রেড-১ (মার্কেটিং) পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।

যোগ্যতা :

-স্নাতক/ সমমান পাস

-মার্কেটিং বিষয়ে অনার্স ডিগ্রীধারীদের অগ্রাধিকার

-ডায়াগনস্টিক ল্যাবরেটরীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা ও হাসপাতালের মার্কেটিং কাজে কমপক্ষে ১বছরের অভিজ্ঞতা

-কম্পিউটার জানা আবশ্যক

-বয়স ৩৫ বছর অথবা এর নীচে

-মুক্তিযোদ্ধা পৌষ্যদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২বছর (যে সকল পদে বয়স সর্বোচ্চ ৩০বছর বলা হয়েছে)।

প্রার্থীর বয়স আবেদনের শেষ তারিখ ২০-০৯-২০১৭ইং অনুযায়ী গণনা করা হবে

কর্মস্হল : নওগাঁ, ফরিদপুর, রংপুর

বেতন সীমা : ৮,৬০০ টাকা

আবেদনের শেষ তারিখ : সেপ্টেম্বর ২০, ২০১৭

আবেদনের নিয়মাবলী : সকল পদে www.ibfbd.org/career এ প্রবেশ করে সদ্য তোলা ছবি ও স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে আবেদন করতে হবে।

পদের বিপরীতে ২০০ (দুইশত) টাকা (অফেরতযোগ্য) অনলাইনের মাধ্যমে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, চলতি হিসাব নং ২০৫০২০৬০১০০২১১১০০, পল্টন শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এ (পল্টন শাখা ব্যতীত) জমা দিয়ে ১৫ সংখ্যার Advice নম্বর অনলাইনে দিতে হবে এবং জমাকৃত রসিদ সাক্ষাৎকারের সময় প্রদর্শন করতে হবে।

কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

কর্তৃপক্ষ কারণ দর্শানো ব্যতিরেকে বিজ্ঞপ্তির যে কোন শর্ত বাতিল বা শিথিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.