সর্বোচ্চ আদালতের আইন অমান্য করে ইসিএ এলাকায় বহুতল ভবন নির্মাণ হচ্ছে
বাপা সদর উপজেলা কমিটির পরিচিতি সভায় বক্তারা
প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার সদর উপজেলা কমিটির পরিচিতি সভা ও শপথ বাক্য পাঠ করা হয়েছে।
রবিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় দৈনিক রূপালী সৈকত কার্যালয়ে সদর উপজেলা কমিটির সভাপতি এনামুল হক চৌধুরী সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ সেলিমের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সহসভাপতি সাংবাদিক নেজাম উদ্দিন, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, সাংগঠনিক সম্পাদক এইচএম নজরুল ইসলাম, কক্সবাজার বাপা শহর শাখার সভাপতি ইরফানুল হক।
সদর শাখার নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান সংগঠনের সাংগঠনিক সম্পাদক এইচএম নজরুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, পরিবেশ রক্ষায় বাপা নিজের জীবন বাজী রেখে কাজ করছে। শুধু আমরা নয় কক্সবাজারের আপামর সাধারণ এখন পরিবেশ প্রতিবেশ রক্ষায় সচেতন হয়েছে৷ কোথাও পরিবেশ ধ্বংস হচ্ছে এমন দেখলে আমাদের খবর জানাচ্ছে। যা সমাজের জন্য ইতিবাচক হিসাবে আমরা ধরে নিচ্ছি। বাপা সরকারকে সাথে নিয়ে পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে।
সাংগঠনিক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম বলেন, পরিবেশ থাকলে জনগণ বাঁচবে। যদি পরিবেশ ধ্বংস করে ফেলি তবে আমাদের বাঁচা কঠিন হয়ে যাবে। বর্তমানে বিভিন্ন বাহিনী ইসিএ এলাকায় সংরক্ষিত এলাকা বলে সাইনবোর্ড দিয়েছে। ইসিএ এলাকায় বহুতল ভবন করছে যা চোখে দেখলে বিশ্বাস হয়না। দেশের সর্বোচ্চ আদালতে বহুতল ভবন করার অনুমতি না থাকলেও তারা আদালত অবমাননা করে এইসব ভবন করে যাচ্ছে।
সাধারণ সম্পাদক কলিম উল্লাহ বলেন, কক্সবাজারে অরাজকতা শুরু হয়েছে সরকারি বাহিনী যেমন সমুদ্র দখলে নেমেছে ঠিক তেমনি প্রশাসন ৭শত একর বনাঞ্চল তাদের করে নিতে এখনো পায়তারা করছে। তারমধ্যে আবার বাফুফে কে বনাঞ্চল বরাদ্দ দেওয়া হয়েছে টেকনিক্যাল সেন্টার করার জন্য আমরা অবাক হচ্ছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাপা সদর উপজেলা কমিটির ওয়েন তেন, হায়দার নেজাম, রোজিনা আক্তার, কান্তা দাশ, মৌটুসী পাল তমা, মোহাম্মদ শাহজাহান, মুহাম্মদ শেফা উদ্দিন, মোহাম্মদ ফজলুল হক ইরফানুল উল হাসান, আনোয়ারুল হক সিকদার, এম এ সাত্তার, গিয়াস উদ্দিন, মোহাম্মদ নুর, মোঃ আরিফুল ইসলাম, আবুল হাসেম, চাষী নজরুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সামস্ এডঃ রাশেদুল ইসলাম, সরওয়ার সাকিব, প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.