সরফরাজদের এবার সোনার পদক সংবর্ধনা!
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ সংবর্ধনা আর পুরস্কার প্রাপ্তির আনন্দে ভেসেই চলেছেন সরফরাজ আহমেদরা। এবার অবশ্য সব ক্রিকেটারদেরই নয়, পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি দলের মাত্র ৪ জনকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল কুয়েটা গ্ল্যাডিয়েটর্স সংবর্ধনা ও পুরস্কারে ভূষিত করেছে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি দলের অধিনায়ক সরফরাজ আহমেদ, ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ ওপেনার ফখর জামান, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া পেসার হাসান আলি এবং আরেক তরুণ পেসার রুম্মন রইস খানকে। ফুলেল শুভেচ্ছার পাশাপাশি তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে নগদ অর্থ এবং বিশেষ পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে সোনার পদক!
চ্যাম্পিয়ন্স ট্রফি দলের এই চার সদস্যের পাশাপাশি পাকিস্তানিদের পক্ষে সর্বোচ্চ টেস্ট রানের মালিক কিংবদন্তি ইউনিস খানসহ আরও বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার এবং পাকিস্তানের স্কোয়াশ কিংবদন্তি জাহাঙ্গীর খানকেও সোনার পদকে বিশেষ সম্মাননা জানানো হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্ধু প্রবেশের গভর্নর মোহাম্মদ জুবায়ের। এছাড়া উপস্থিত ছিলেন কুয়েটা গ্ল্যাডিয়েটর্সের মালিক ও ওমর অ্যাসোসিয়েটর্সের ব্যবস্থাপনা পরিচালক নাদিম ওমর। ক্রীড়া নায়কদের সংবর্ধনা, আর্থিক পুরস্কার ও সোনার পদকে ভুষিত করতে পেরে কুয়েটা গ্ল্যাডিয়েটর্সের সত্ত্বাধিকারী আপ্লুত, ‘আমাদের ক্রিকেট বীরদের সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। কারণ তারা প্রত্যেকেই আমাদের দেশ পাকিস্তানকে গর্বিত করেছেন। জাহাঙ্গীর খান অবশ্যই সকল চ্যাম্পিয়নদের রাজা এবং খুবই বিনয়ী একজন মানুষ। তিনি আমাদের সকলের রোল মডেল। ইউনিস খানকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। ক্যারিয়ারে তার অবিশ্বাস্য অর্জন এবং কাজের ধরনই একজন ক্রীড়াবিদ হিসেবে তাকে বিশেষ জায়গায় তুলে দিয়েছে।’
পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরফরাজের অধিনায়কত্বের ভূয়সী প্রশংসা করেছেন নাদিম। ৩০ বছর বয়সী সরফরাজের নেতৃত্বের প্রশংসা করেছেন ইউনিস খানও, ‘একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে আমি খুবই খুশি যে, দলের তরুণ ক্রিকেটাররা আমার কাছে পরামর্শ চাইতে আসে। এবং সরফরাজও তার বাইরে নন। আমি সরফরাজকে বিশেষ পছন্দ করি, কারণ সে খুবই আত্মবিশ্বাসী ক্রিকেটার। দল ব্যর্থ হলে সে ভয়ে কুঁচকে যায় না। বরং নতুন গেম-প্ল্যান নিয়ে নব উদ্যোমে ঝাপিয়ে পড়ে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটাই প্রমাণিত হয়েছে।’
১০ বারের বৃটিশ ওপেন চ্যাম্পিয়ন এবং ৬ বারের বিশ্ব স্কোয়াশ ওপেনের চ্যাম্পিয়ন কিংবদন্তি জাহাঙ্গীর খান বলেন, ‘এই অনুষস্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। কারণ ক্রিকেট আমার আরেক আবেগের নাম। স্কোয়াশ বেছে না নিলে আমি অবশ্যই একজন ক্রিকেটার হতাম।’
সরফরাজ কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানিয়েছেন নাদিম ওমর এবং করাচির পাকিস্তান ক্রিকেট ক্লাবের সচিব আজম খানকে, ‘নাদিম ওমর এবং আজম খান আমার সত্যিকারের প্রেরণা। আমার ক্যারিয়ারের শুরুর দিকে তারাই আমাকে সহযোগিতা করেছেন বেশি। তাদের সহযোগিতা ছাড়া আমি কিছুতেই এতোদূর আসতে পারতাম না। আমার জীবনে যত অর্জন, তার সবকিছুর জন্যই আমি তাদের কাছে ঋণী।’
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.