মোঃ রেজাউল করিমঃ
কক্সবাজার সদরের ইসলামপুরের অসহায় দিন মজুর নুরুল আলমের ভাগ্যে জুটেনি দীর্ঘ পাঁচটি বছরেও কোন প্রকার ত্রান সহায়তা।
সরেজমিনে পরিদর্শনসহ কথা বলে জানা যায়, ছোট্র একটি বসতঘরে উপরে টিনের পরিবর্তে পলিথিন দিয়ে দিনপার করেন আলম। দৈনিক আয়ের উপর নির্ভরশীল। আয় না থাকলে পরি বার পরিজন নিয়ে উপোষ থাকতে হয় এমনি অবস্থা। তিনি হল ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালি নিলা পাড়া মৃত মোজাহের আহমদ পূত্র নুরুল আলম।
তার সংসারে ৫ মেয়ে এক ছেলে রয়েছে। তাদের নিয়ে কঠিন সময় পার করছে তিনি। নুন আনতে পানতা ফুরাই এই অবস্থায় রয়েছেন অসহায় এ দিনমজুর। লবন মিলে সারাদিন কাজ করে পরি বার পরিজনের মুখে এক মুঠো ভালভাবে খাবার জোগাড় করতে পারছেন না। আবার অসুস্থের ভারে নুয়েও পড়েন। তিনি আওয়ামীলীগের এক জন সদস্যও। তার পাশে যেন কেউ নেই।
হতাশ কন্ঠে দিনমজুর নুরুল আলম জানালেন,
দীর্ঘ ৫ বছরে কোন জনপ্রতিনিধি তার দিকেই চোখ মেলে তাকায়নি। পাইনি কোন ধরনের ত্রান সহায়তা কিংবা ভাতা। বর্তমান সময়েই সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছি। আমি ছাড়াই পরি বারে কেউ নেই আয় রোজগারের মত। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সহায়তা কামনা করে তিনি।
স্থানীয় মেম্বার ওবাইদুল হকের সাথে যোগাযোগ করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.