‘সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে’

জে.জাহেদ, চট্টগ্রাম ব্যুরো:
কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ‘সান মডেল স্কুলে’র বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আজ সোমবার দুপুরে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ সামসুল তাবরীজ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
বিদ্যালয়ের শিক্ষক মোঃ শহীদুল ইসলাম ও মোছাম্মৎ সুকন্যা তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ, বিদ্যালয়ের পরিচালক মোঃ মাঈন উদ্দিন, মোঃ ওসমান গণি, ইউপি সদস্য মোঃ ওসমান, শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ কামাল উদ্দিন, জান্নাতুল বকেয়া, জান্নাতুল ফেরদৌস, মরজিনা আকতার, মোঃ মহিউদ্দিন, কাউছার আক্তার, কামরুন নাহার, শাহিদা আকতার, ফারজানা আক্তার ও তাইছির তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ আবুল কালাম।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকারের পাশাপাশি এলাকার শিক্ষার মান উন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তাছাড়া ছাত্রদের সু-নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষক শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদের দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে।
শুধুমাত্র নিজেদের পাঠ্যপুস্তুকের জ্ঞানের মাধ্যমে সীমাবদ্ধ রাখলে চলবে না। কারণ আগামীতে ঠিকে থাকতে হলে আরো বেশি পড়তে হবে আরো বেশি জানতে হবে। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি গুণী লেখকদের বই পড়া জরুরী। মডেল সান স্কুলের আজকের এ আয়োজন সত্যি প্রশংসার দাবীদার।
এ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সব ধরনের সহযোগীতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন সরকারি নীতিমালার আলোকে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সব ধরনের সহযোগিতা করে যাব। সান মডেল স্কুলের এ আয়োজন সত্যিই প্রশংসার দাবীদার।

উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ‘সান মডেল স্কুল প্রতিষ্ঠার পর থেকে এ এলাকার শিক্ষা ও আর্থ সামাজিক মান উন্নয়নে বড় ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি সরকারের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর নৃত্য ও গান পরিবেশন করেন। অনুষ্ঠানের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.