সরকারি খরচে হজে যাচ্ছেন ৩১৮ জন

ওয়ান নিউজঃ সরকারি খরচে হজ পালনের জন্য ৩১৮ জন হজযাত্রীকে সৌদি আরব পাঠানোর তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।

রবিবার বিকেলে মন্ত্রণালয়ের উপসচিব শরাফত জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তালিকা প্রকাশ করা হয়।

২৪ আগস্ট হজযাত্রীরা সৌদি আরব যাবেন এবং ৩ অক্টোবর দেশে ফিরবেন বলে উল্লেখ করা হয়েছে।

তালিকায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্বাচিত ভিআইপি ব্যক্তি ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ধর্মপ্রাণ মুসল্লির নাম রয়েছে।

উল্লেখ্য, প্রতি বছরই ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন শ্রেণি ও পেশার ধর্মপ্রাণ মুসল্লিদের সম্পূর্ণ সরকারি খরচে হজে পাঠানো হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.