সম্মানীভাতা প্রতিবন্ধী স্কুলে দান করলেন উপজেলা চেয়ারম্যান জুয়েল

রাজিবুল হক চৌধুরীঃ 

সরকারের তহবিল থেকে এ পর্যন্ত যত সম্মানী ভাতা পেয়েছেন সবটুকু প্রতিবন্ধীদের স্কুলে প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল।
কক্সবাজার জেলা প্রশাসন পরিচালিত প্রতিবন্ধী শিশুদের স্কুল ‘অরুণোদয়’এর শিক্ষার্থীদের সুবিধার্থে গত ৭ মাসের নিজের সম্মানী হিসেবে পাওয়া ৩ লক্ষ ১৫ হাজার সমপরিমাণ এসি কিনে দেন চেয়ারম্যান জুয়েল।
গত ৩ ডিসেম্বর এই অনুদান স্কুলের পক্ষে গ্রহণ করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
এরই মাধ্যমে দেশের কোন উপজেলা পরিষদের এই প্রথম চেয়ারম্যান নিজের সবটুকুন সম্মানীভাতা প্রতিবন্ধীদের জন্য উৎসর্গ করে দৃষ্টান্ত স্থাপন করলেন।
চেয়ারম্যান জুয়েল কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি একেএম মোজাম্মেল হক এর সুযোগ্য সন্তান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। গত ৩১ মার্চ কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন কায়সারুল হক জুয়েল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.