নিজস্ব প্রতিবেদককক্সবাজার শহরের সমিতিপাড়া থেকে মানব পাচার সহ কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী নুরুদ্দিনকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।রবিবার ৪ জুন রাত সাড়ে ১০টার দিকে এএসআই রাসেল মিয়া অভিযান চালিয়ে তাকে সমিতিপাড়া বাজার থেকে গ্রেফতার করে।জানা যায়- কক্সবাজার শহরের হোটেল মোটেল জোন এবং সমিতিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও পতিতা সরবরাহ করে অবৈধ ব্যবসা করে আসছে নুরুদ্দিন। আর এই অপরাধ সাম্রাজ্য টিকিয়ে রাখতে সমিতিপাড়া নিজ এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে।এলাকাবাসী জানান- এলাকার দুর্বল মানুষদের উপর অত্যাচার চালিয়ে মামলা ও মাদক বাণিজ্য, হুমকি ধমকি দিয়ে চাঁদাবাজি ও বিচারের নামে অর্থ আদায় করতো। তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠেছে পুরো সমাজের লোকজন।এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন জানান- ধৃত নুরুদ্দিন মানব পাচার মামলায় পলাতক ছিলো। সে ওয়ারেন্টভুক্ত আসামী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চলছে। চিহ্নিত দাগী আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।
১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৪
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.