সব দল অংশ না নিলে নির্বাচন ভালো হবে না: সিইসি

ওয়ান নিউজ ডেক্সঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ না করলে নির্বাচন ভালো হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের তিন দিনব্যাপী ‘নির্বাচন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ’-এর সমাপনী অনুষ্ঠানে শনিবার এ কথা বলেন তিনি।

আগামী সংসদ নির্বাচনে গতবারের পুনরাবৃত্তি যাতে না ঘটে সে বিষয়ে আপনাদের অবস্থানটা কী এবং গণমাধ্যমের ভূমিকা কেমন হওয়া উচিত- এমন প্রশ্নে সিইসি বলেন, সব রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে সেটা ভালো নির্বাচন হবে না। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা রয়েছে। আপনারা আমাদের অবস্থান তুলে ধরতে পারেন।

তিনি বলেন, আমরা নিরপেক্ষ নির্বাচন করবোই এটা বলতে পারি। সবদলের নির্বাচনে আসাটা জরুরি। আমি এখনো আশা করি সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে।

রাজনৈতিক দলের আস্থা অর্জনে দৃশ্যমান কী করবেন যা দেখে তারা মনে করবে নিরপেক্ষ নির্বাচন হবে- জানতে চাইলে তিনি বলেন, ‘রাজনৈতিক দলের কমিশনের নিরপেক্ষতার বিষয়ে কথাবার্তা কম।  নির্বাচনকালীন সময়ে কী ধরনের সরকার হবে, নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে এসব বিষয়ে তারা কথা বলেন। নির্বাচন কমিশনের উপর অনাস্থার বিষয়ে খুব একটা আসেন না। আর যদি এসব বিষয়ে যদি কেউ বলেন, তাহলে আমরা সেটি দেখব।’

সংসদ বহাল রেখে নির্বাচন হলে সবার জন্য সমান সুযোগ থাকবে কিনা- এমন প্রশ্নে নূরুল হুদা বলেন, কিছু কিছু বিষয় আছে যেগুলোতে নির্বাচন কমিশনের কিছু করার নেই।

তিনি বলেন, সরকার কাঠামো কী রকম হবে, নির্বাচনকালীন সরকারে কারা থাকবেন এটা সরকারের বিষয়। এটা নির্বাচন কমিশনের বিষয় নয়। কোন ধরনের সরকার আসবে সেটি কিন্তু আমরা জানি না।

নির্বাচন প্রশিক্ষক হিসেবে যারা আসছেন তারা বলেছেন সংসদ বহাল রেখে নির্বাচন হচ্ছে। এ ক্ষেত্রে ৩০০ সংসদ সদস্যের ক্ষমতা কমানোর জন্য আচরণবিধিতে সংশোধন আনার উদ্যোগ নিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা খুব ভালো প্রস্তাব। এটি নিয়ে চিন্তা করা দরকার।

ইভিএম ব্যবহার নিয়ে সিইসি বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচনে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করতে পারি। জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রস্তুতি আমাদের নেই।

তিনি বলেন, তথ্য প্রযুক্তির যুগে আমরা বর্তমান পদ্ধতিতে ভোট দেয়ার ব্যবস্থা কমিয়ে আনার চেষ্টা করে যাবো। রংপুরে ইভিএম ব্যবহার করা হলো। এখন চেষ্টা করবো গাজীপুর এবং খুলনায় যতদূর সম্ভব ব্যবহার করা যায়। সব না, আংশিক।

নূরুল হুদা বলেন, রাজনৈতিক দল এবং ভোটাররা যদি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে বলেন, তাহলেই জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা সম্ভব।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চ্যালেঞ্জটা কী হবে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন করাটাই চ্যালেঞ্জ।

প্রশিক্ষণের সমাপনী দিন নির্বাচন কমিশনের (ইসি) সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী, ইসির সাবেক যুগ্ম-সচিব (আইন) বর্তমান প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান ড. মো. শাজাহান, ইসির যুগ্ম-সচিব ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক আশিস সৈকত প্রশিক্ষক হিসেবে অংশ নেন।

পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুয়াল হোসেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.