সবচেয়ে বেশি আয় করা ৯ অভিনেত্রী
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ ২০১৭ সালের ফোর্বস ম্যাগাজিনে গত বছরের সবচেয়ে বেশি আয়ের অভিনেতা-অভিনেত্রীদের তালিকা প্রকাশ করা হয়েছে৷ এতে দেখা গেছে, মাত্র ২৮ দশমিক ৭ ভাগ ছবিতে অভিনেত্রীদের শক্তিশালী ভূমিকা ছিল৷ তাই সবচেয়ে বেশি আয়ের অভিনেত্রী আছেন ১৫ নম্বরে৷ জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে এ খবর দিয়েছে।
এমা স্টোন
‘লা লা ল্যান্ড’ গতবছরের অন্যতম সফল চলচ্চিত্র৷ জনপ্রিয় অভিনেত্রী এমা স্টোন গত বছর আয় করেছিলেন ২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার৷ অভিনেত্রীদের তালিকায় শীর্ষে থাকলেও অভিনেতা-অভিনেত্রীদের সম্মিলিত আয়ের তালিকায় তার অবস্থান ১৫৷
জেনিফার অ্যানিস্টন
‘ফ্রেন্ডস’ খ্যাত জনপ্রিয় এই অভিনেত্রীর গত বছর মোট আয় ২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার৷
জেনিফার লরেন্স
‘হাঙ্গার গেমস’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় করা জেনিফার লরেন্স গত বছর আয় করেছিলেন ২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার৷
মেলিসা ম্যাকার্থি
জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী মেলিসা ম্যাকার্থির গত বছরের আয় ১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার৷
মিলা কুনিস
‘ফ্রেন্ডস উইথ বেনিফিটস’খ্যাত অভিনেত্রী মিলা কুনিস গত বছর আয় করেছিলেন ১ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার৷
এমা ওয়াটসন
হ্যারিপটার খ্যাত এমা ওয়াটসনের এ বছরের ছবি ‘বিউটি অ্যান্ড বিস্ট’বক্স অফিসে সাফল্য দেখিয়েছে৷ এই অভিনেত্রী গত বছর আয় করেছিলেন ১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার৷
কেট ব্লানচেট
জনপ্রিয় এই অভিনেত্রীর গত বছরের আয় ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার৷
জুলিয়া রবার্টস
অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করা জুলিয়া রবার্টস এখন দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন৷ গত বছর তার আয়ের পরিমাণ ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার৷
অ্যামি এডামস
অ্যামি অ্যাডামস গত বছর আয় করেছিলেন ১ কোটি ১৫ লাখ মার্কিন ডলার৷
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.