সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী
ওয়ান নিউজঃ আওয়ামী লীগ সরকারের টানা দ্বিতীয় মেয়াদের তিন বছর পূর্তি উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায় এই ভাষণ প্রদান করবেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারে একযোগে এই ভাষণ সম্প্রচারিত হবে।
প্রসঙ্গত, ২০১৪ সালে ৫ জানুয়ারির বিতর্কীত এক নির্বাচনের মধ্যদিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। আর মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেন ১২ জানুয়ারি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.