ওয়ান নিউজ ডেক্সঃ মধ্যবিত্ত পরিবারের দাম্পত্য জীবনের টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছেন ঈদের বিশেষ নাটক ‘পিছুটান’। অমিত করের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শুভ্র আহমেদ।
এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আব্দুর নূর সজল ও সালহা খানম নাদিয়া। এছাড়া আরও রয়েছেন তাহমিনা অথৈ।
‘পিছুটান’র গল্প নিয়ে নির্মাতা জানান, আদর কর্মব্যস্ত শহুরে জীবনের একজন সাধারণ নাগরিক। মধ্যবিত্ত জীবনের মানুষগুলোর একটু সচ্ছলতার জন্য স্বামী-স্ত্রী দু’জনেরই চাকরি থাকা অপরিহার্য। আদরের স্ত্রী তিশা একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন। সমাজের মেয়েদের অনেক সময়ই অনেকের লালসার শিকার হতে হয়। এই গল্পে তিশারও তাই হয়েছে; তার বস আসিফ তাকে অফিসিয়াল ট্যুরের কথা বলে টোপে ফেলে শহরের বাইরে নিয়ে যায়। পথে তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার খবর পেয়ে তিশার স্বামী ছুটে যায় হাসপাতালে। অন্যদিকে আসিফ সাহেবের স্ত্রী লীনাও ছুটে যায় হাসপাতালে। সেখানে মুখোমুখি হয় প্রেমে ব্যর্থ দু’জন প্রেমিক ও প্রেমিকা।
মূল গল্প শুরু হয় এখান থেকেই। শুরু হয় ত্রিমুখী সম্পর্কের টানাপড়েনের গল্প ‘পিছুটান’।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নাটকটি ঈদের দ্বিতীয় দিন দীপ্ত টিভিতে রাত ৮টায় প্রচার হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.