সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বনপা

বনপা ডেস্কঃ অমর ২১শে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি। মহান ২১শে ফেব্রুয়ারী ২০১৭ সালে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা)।

সংগঠনের সভাপতি সুভাষ সাহা, সাধারন সম্পাদক এ এইচ এম তারেক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক এ কে এম রিয়াজ মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শ্রদ্ধা জানান এবং সেই সাথে ভোর ৭.০০ শহীদ মিনারে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে।

সংগঠনের সাধারন সম্পাদক এ এইচ এম তারেক চৌধুরী বলেন, আমরা বাঙ্গালী ২১ আমাদের অহংকার, ২১ আমাদের গর্ব, ২১ আমাদের চেতনা, এই চেতনাকে ধারন করেই ডিজিটাল বাংলাদেশ গঠনে আমরা এগিয়ে যাচ্ছি। ২১ শুধু আমাদের নয়, সারা বিশ্বে “২১” আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে, এটাই আমাদের পাওয়া। তাই ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য যারা নিঃস্বার্থে প্রাণ বিসর্জন দিয়েছে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন বনপা’র পক্ষ থেকে তাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.