সংঘর্ষের পর নোবিপ্রবির ৬ ছাত্রকে সাময়িক বহিষ্কার

ওয়ান নিউজঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় ৬ ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান তাদের বহিষ্কার করেন।

বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ কর্মকর্তা ইফতেষার হোসাইন জানান, এ বিষয়ে আজ সকালে বিশ্ববিদ্যালয়ে জরুরী সভার আহ্বান করা হয়েছে। সভার পর যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের বিষয়ে বিস্তারিত বলা হবে।

উল্লেখ্য, বিজ্ঞাান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি গঠন ও দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র ছাত্রলীগের আবদুল হামিদ রানা ও সাজ্জাদ প্রমেল গ্রুপের মধ্যে শনিবার বিকেলে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ আহত হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.