শৈলকুপায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান

ঝিনাইদহ প্রতিনিধিঃ

মুক্তিযোদ্ধা ভোটার তালিকা থেকে রাজাকারদের নাম বাতিল, ভাতা বন্ধন ও বিচারের দাবীতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। রোববার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে কবিরপুরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মানববন্ধনে কয়েক শতাধিক মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন। মনববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিথা ও সাবেক জেলা ইউনিট ডেপুটি কমান্ডার রইচ উদ্দিন। মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা একটি প্রতিবাদ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। দাবী বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.