শৈলকুপায় নিখোঁজের ৪ দিন পর ট্রাক হেলপারের মৃতদেহ নর্দোমা থেকে উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় নর্দোমা থেকে সঞ্জয় কুমার সাহা (২৮) নামের এক ট্রাক হেলপারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে পৌর এলাকার মধ্যপাড়া ললিত মোহন ভূইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি নর্দোমা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে ঐ এলাকার মৃত নারায়ন কুমার সাহার ছেলে।
জানা যায়, কয়েকদিন যাবৎ ড্রাক হেলপার সঞ্জয় নিখোজ ছিলো। অনেক খোজাখুজির পরও তাকে পাওয়া যাচ্ছিলো না। তার ভাই টনি এ মর্মে থানায় একটি সাধারণ ডায়েরী করে। অবশেষে সোমবার দুপুরে সঞ্জয়ের নিজ ঘরের পেছনের দিকের নর্দোমায় তার মৃতদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তাকে হত্যা শেষে মৃতদেহ নর্দোমায় ফেলে দেয়া হয়েছে বলে স্থানীয়দের ধারনা। শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, নর্দোমা থেকে ট্রাক হেলপারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.