শৈলকুপার শেখপাড়া থেকে ৬৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ

শনিবার ১০ নভেম্বর ২০১৭ তারিখ দুপুরে স্কোয়াড কমান্ডার এএসপি গোলাম মোর্শেধের নেতৃত্বে ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের চৌকস আভিযানিকদল নিয়মিত টহল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন শেখপাড়া বাজার হইতে শ্রীরামপুরগামী ক্যানেলের পাড়ের কাঁচা রাস্তার উপর জনৈক গোলাম আলী মোল্লার চা স্টলের সামনে হতে মাদক ব্যবসায়ী শৈলকুপার মতলব মোল্লার ছেলে ইলিয়াছ মোল্লা (৩৭) গ্রেফতার কওে র‌্যাব-৬। পরবর্তীতে তার দখল হতে ৬৪০ (ছয়শত চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়লব্দ অর্থ ৪,৬৬০ (চার হাজার ছয়শত ষাট) টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করতঃ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ৯(খ) ধারায় মামলা করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.