শৈবাল পয়েন্টে থেকে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

জাহাঙ্গীর আলম, কক্সবাজার

কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে থেকে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে এস আই আকতারুজ্জামানের নেতৃত্বে  ককসবাজার মডেল থানা মৃতদেহটি উদ্ধার করেন।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, সৈকতে বিচরণ করা পর্যটকেরা মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মৃতদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরো জানান, মৃতদেহের শরীরে কোথাও কোনো ধরণের আঘাতের চিহ্ন নেই। বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.