শেষ হয়েও শেষ হচ্ছে না অস্ট্রেলিয়ার ক্রিকেট সংকট!
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ গেল কদিন ধরে খেলার জগতের দুই মেরুর দুই খবরের ধোঁয়াশার মাত্রা ছিলো বোধহয় একই। ‘নেইমার বার্সেলোনা ছাড়ছেন কিনা’ আর ‘অস্ট্রেলিয়া বাংলাদেশে আসছে কিনা’! নেইমার নাটকের ধোঁয়াশা দূর হয়েছে বুধবার। বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। বার্সেলোনা সমর্থকদের উদ্বেগের সুরাহা হয়েছে। পিএসজি সমর্থকদের উল্লাসের ব্যবস্থাও হয়েছে। এদিকে উদ্বেগ কাটছে না বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। ক্রিকেট অস্ট্রেলিয়া আর ক্রিকেটারদের অ্যাসোসিয়েশনের মধ্যের গোলমাল এই মিটল এই মিটল করে ফের ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে। অস্ট্রেলিয়া বাংলাদেশে আসবে কিনা বুধবার পর্যন্ত তাই নিশ্চিত হওয়া যায়নি।
নতুন খবর দরকষাকষি চলছে, তবে স্টিভেন স্মিথের সাফ জবাবের পর সেখানে লেগেছে প্রশ্নবোধক চিহ্ন। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ জানিয়ে দিয়েছেন, বোর্ড তাদের প্রস্তাবিত চুক্তি না মানলে বাংলাদেশ সফর বাতিল করবেন তারা। কেবল বাংলাদেশ সফর তো নয় একইভাবে ভেস্তে যাবে ভারত সফর ও অ্যাশেজ।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন , ‘এসিএর সঙ্গে আলাপ প্রক্রিয়া এগোচ্ছে তবে বিস্তারিত এখনই বলা সম্ভব নয়।’ সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলেছেন, ‘আমরা আশা করছি আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে চুক্তি মেনে নেয়া হবে।’
গত তিনদিন ধরেই মেলবোর্নে চলছে ক্রিকেটার, ক্রিকেটারদের সংস্থা ও বোর্ডের আলোচনা। বাংলাদেশ সফর বাঁচাতে চুক্তি হয়ে যাচ্ছে, এমন খবরও বেরিয়েছিল অস্ট্রেলিয়ার মিডিয়ায়। কিন্তু মঙ্গলবার স্মিথ আবার তাদের অবস্থানের কথা জানিয়েছে। বুধবার দিনের আলো ফুরিয়েছে অস্ট্রেলিয়ায়। রাত ঘনিয়েছে। কিন্তু সমস্যাও তিন পক্ষের সাথে রাতের বিশ্রাম নিতে গেছে। নিশ্চিত কিছু হলো না এদিনও।
নতুন পুরনো সব চুক্তির প্রস্তাব আপাতত থামিয়ে রেখে বাংলাদেশে খেলতে যেতে সাময়ীক শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছিল বোর্ড। সে প্রস্তাব নাকচ করে তার আগেই তাদের দাবি মেনে নিতে শক্ত অবস্থানেই থেকেছে ক্রিকেটারদের সংস্থা। সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক ইউনিয়নের এই সিদ্ধান্তকে ‘তুচ্ছ’ বলে আখ্যায়িত করেছেন।
দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে ১৮ আগস্ট বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। এর আগেও নিরাপত্তার অজুহাতে বাংলাদেশের পাওনা সিরিজটি খেলেনি ক্যাঙ্গারুরা। সেটাই ঝুলছে এখনো। এখন অবশ্য নিরাপত্তার ইস্যু নেই। বাংলাদেশকে নিরাপদ বলে ছাড়পত্র দিয়ে গেছে অস্ট্রেলিয়ার নিরাপত্তা দল। সবকিছু আটকে আছে চুক্তি নিয়ে ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের চলমান বিরোধে। বোর্ডের লাভের অংশ তৃণমূলের ২৩০ ক্রিকেটার এতদিন পেয়ে আসছিল। নতুন চুক্তির প্রস্তাবে কেবল জাতীয় পর্যায়ের ক্রিকেটারদেরই সেই আয়ের ভাগ দেয়ার প্রস্তাব করে সিএ। আর তাতেই সর্বোচ্চ পর্যায়ের ২৩০ ক্রিকেটার ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে যান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.