শেষ টেস্ট জিতে সিরিজ জয় করতে চায় ভারত ও অস্ট্রেলিয়া

ওয়ান নিউজঃ শনিবার থেকে শুরু হওয়া চতুর্থ ও শেষ টেস্ট জিতে সিরিজ জয় করতে উন্মুখ হয়ে আছে ভারত-অস্ট্রেলিয়া দু’দলই। জয়ের লক্ষ্য নিয়েই ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় সিরিজের শেষ টেস্ট খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। এ ম্যাচ দিয়েই প্রথমবারের মত এ মাঠে গড়াচ্ছে টেস্ট ক্রিকেট।

তবে চতুর্থ ও শেষ টেস্ট শুরুর আগে কথার বারুদ অব্যাহত রেখেছিলো ভারত ও অস্ট্রেলিয়াবাসী। শুধুমাত্র খেলোয়াড়রাই নন, মিডিয়াও মেতেছে লড়াইয়ে। ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের সাথে তুলনাও করেন অসি মিডিয়া। অবশ্য এতে কোন প্রতিক্রিয়া জানাননি কোহলি। মাথা ঠান্ডা রেখেছেন মাঠে সব সময় উত্তেজিত থাকা কোহলি।

শেষ টেস্ট ভাবনা অস্ট্রেলিয়ারও। ধর্মশালাতে খেলতে মুখিয়ে আছে দল এমনটাই বললেন মিডল-অর্ডার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল, ‘এখানকার ভেন্যুটা দারুণ। অন্যরকম অনুভূতি কাজ করছে। চারপাশেই বড় বড় পাহাড়। এমন সুন্দর পরিবেশের আবহ নিয়ে আমরা সুন্দর ক্রিকেট খেলতে চাই এবং শেষ ম্যাচ জিততে চাই। জয়ের জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে খেলতে নামবো। তবে শেষ টেস্টটি অনেক বেশি চ্যালেঞ্জিং হবে।’

ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবেনশ্বর কুমার, ইশান্ত শর্মা, অভিনব মুকুন্দ, করুন নায়ার, মুরালি বিজয়, জয়ন্ত যাদব, উমেশ যাদব ও কুলদীপ যাদব।

অস্ট্রেলিয়া দল : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু ওয়েডে (উইকেটরক্ষক), অ্যাস্টন আগার, জ্যাকসন বার্ড, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, উসমান খাজা, নাথান লিঁও, মার্কুস স্টোয়িনিস, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ ও’ক্যাফে, ম্যাট রেনশ, প্যাট কামিন্স ও মিচেল সুইপসন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.