শেষ অস্ত্র লকডাউন: মোদি

অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের ঊর্ধমূখী সংক্রমণে নাজেহাল ভারত। পরিস্থিতি মোকেবেলায় হাপিয়ে উঠছে প্রশাসন। সমালোচনায় বিদ্ধ হচ্ছে সরকার। তাই সবাইকে সতর্ক করতে বাধ্য হয়েই এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি বলেন, ‘করোনা দ্বিতীয় দফায় তুফানের মতো আঘাত হেনেছে ভারতে। তবে রাজ্যগুলোকে বলছি, দেশ লকডাউন করে দেওয়াটা হবে শেষ অস্ত্র। সংক্রমণ ঠেকাতে ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে আমাদের। একান্ত প্রয়োজন ছাড়া কেউ আর ঘরের বাইরে বের হবেন না।’
মোদি বলেন, ‘লকডাউন ঠেকানো হবে আমাদের লক্ষ্য। যদি আপনারা সবাই একসঙ্গে কাজ করেন, সচেতনতা তৈরি করতে পারেন তাহলে আমার মনে হয় লকডাউনের কোনো প্রয়োজন হবে না। রাজ্যগুলোকে অনুরোধ করবো, যেন তারা লকডাউনকে শেষ অস্ত্র হিসেবে দেখে।’
ভারতে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা পৌনে তিন লাখে গিয়ে ঠেকলেও তার সরকারের এখনই দেশ লকডাউন করার পরিকল্পনা যে নেই তা স্পষ্ট করে মোদি হাসপাতালে পর্যাপ্ত শয্যা, অক্সিজেন ও টিকা নিশ্চিতের দিকে তার সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি বলেন, ‘দেশ লকডাউন করে দেওয়ার প্রশ্নই নেই এখন। যদি দেশের মানুষ, বিশেষ করে তরুণ ও যুবকরা এগিয়ে আসে তাহলে ভাইরাসের প্রকোপ ঠেকানো সম্ভব। এই মুহূর্তে যাদের খুব প্রয়োজন, তাদের সাহায্য করুন।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.