শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত
বার্তা পরিবেশক:
সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর পরিচালিত শেখ রাসেল শিশু প্রশিক্ণ ও পুনর্বাসন কেন্দ্রে মাসব্যাপী নানা কর্মসূচির মধ্যেদিয়ে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টায় কেন্দ্রের বালক শাখায় অবস্হিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে কেন্দ্রের কর্মকর্তা- কর্মচারি ও নিবাসী শিশুরা। অত:পর দুপুর ১২ টায় আলির জাঁহালস্হ বালিকা শাখা মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সভাপতিত্বে এবং লাইফস্কিল ট্রেইনার ক্যনু মং মারমা এর সঞ্চালনায় নিবাসি শিশু মোঃ সোহাগ এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যেদিয়ে শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সফি উদ্দিন, সহকারী পরিচালক মোঃ আবুল কাশেম এবং দক্ষিণ রুমালিয়ার ছড়াস্থ সবুজবাগ জামে মসজিদ এর খতিব মাওলানা মো: ইকবাল হোসাইন। আলোচনা সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আর্দশকে বুকে লালন করে সোনার বাংলা গড়ায় তাঁর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানান।
উক্ত অনুষ্ঠানের শেষভাগে ১৫ আগস্ট ১৯৭৫ সালে ঘাতকদের হাতে নিমর্মভাবে শহীদ হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিষ্পাপ শিশু শেখ রাসেল সহ তাঁর পরিবারের সকল শহীদের আত্মার রূহের মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো: ইকবাল হোসাইন। এরপরেই অতিথিবৃন্দ কেন্দ্রের ছাদবাগানে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। উল্লেখ্য, ইতোপূর্বে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রের বালক ও বালিকা শাখায় ড্রপডাউন ব্যানার স্হাপন, নিবাসি শিশুদের অংশগ্রহণে মাসব্যাপী পবিত্র কোরআনখানি,চিত্রাঙ্কণ প্রতিযোগিতা,হামদ-নাত প্রতিযোগিতা এর আয়োজন এবং জেলা প্রশাসনের নানা কর্মসূচিতে অংশগ্রহণ করে কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারি ও নিবাসী শিশুরা। এছাড়াও দিবসটি উপলক্ষে কেন্দ্রে আশ্রয় পাওয়া সুবিধাবঞ্চিত দুইশত শিশুদের মাঝে মিলাদের তবারক ও কাঙ্গালিভোজ পরিবেশন করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.