শুষ্ক চুলের যত্ন

ওয়ান নিউজ ডেক্সঃ পর্যাপ্ত সময় ও যত্নের অভাবে অনেক সময় চুল রুক্ষ ও নিস্প্রাণ হয়ে যায়। কিন্তু একটু যত্ন নিলেই চুলের এই রুক্ষতা দূর করা সম্ভব। প্রাকৃতিক উপাদান দিয়ে বাড়িতে বসেই ভালো কন্ডিশনার ও চুলের প্যাক তৈরি করে স্বাস্থ্যজ্জ্বল চুল ফিরিয়ে আনা সম্ভব-

১. নারিকেল তেল ড্যামেজ চুল খুব ভালোভাবে সারিয়ে তোলে। শ্যাম্পু করার ১ঘন্টা আগে মাথায় নারিকেল তেল দিয়ে গরম তোয়ালে দিয়ে মাথা মুড়ে নিন বা আগের রাতে হালকা গরম করে মাথায় ম্যাসাজ করে নিন । তারপর ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।

২. শুষ্ক চুলে একদিন পর পর অলিভ অয়েল এর সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে উষ্ণ গরম করে পুরো চুল ও স্ক্যাল্পে ম্যাসাজ করুন ২০-২৫ মিনিট। এতে চুলে প্রোটিন পায়।

৩. ডিমের সাদা অংশ এবং ৫/৬ চামচ টক দই মিশিয়ে মাথায় ভালভাবে লাগিয়ে নিন। ১৫-৩০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এবার নিয়মিত শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে ফেলুন। এটা সপ্তাহে একবার ব্যাবহার করলে রুক্ষতা থেকে মুক্তি পাওয়া যায়।

৪. শুষ্ক চুলের জন্য মধু অনেক গুরুত্বপূর্ণ উপকরণ। ৩ টেবিল চামচ মধু ও ৫ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে মাথায় ভালোভাবে লাগান এবং ১৫-৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন । চাইলে এতে একটা ডিমের সাদা অংশ ব্যাবহার করতে পারেন। এতে চুল আরো কোমল হয়।

৫. কলা শুষ্ক চুলের জন্য কন্ডিশনার হিসেবে কাজ করে। একটি পাকা কলার সঙ্গে এক চা চামচ মধু, আধা চা চামচ দুধের সর ও এক চা চামচ আমন্ড অয়েল মিশিয়ে পেস্ট বানিয়ে পুরো চুলে লাগিয়ে রাখুন। একঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন।

৬. মেথি, শিকাকাই ও আমলকী আগের রাতে পানিতে ভিজিয়ে রেখে দিন। পরের দিন এগুলো  এক সাথে পেস্ট করে মাথায় লাগিয়ে ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। এতে চুল চুলের রুক্ষতা কমে এবং চুলে ঝলমলে ভাব আসে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.