শুধু গরুকে আলিঙ্গন করতেই ঘণ্টায় ১৭ হাজার টাকা!

ডেস্ক নিউজ:
কারও সঙ্গে দেখা করার সুযোগ নেই। প্রয়োজন ছাড়া বের হওয়া যাচ্ছে না ঘর থেকেও। এমতাবস্থায় করোনার পাশাপাশি আরও এক মহামারির শিকার বিশ্ববাসী। আর তা হচ্ছে অবসাদ। খবর আনন্দবাজারের।

আর তাই এই অবসাদ কাটাতে অভিনব পন্থা বেছে নিচ্ছে মার্কিনিরা। গরুর সঙ্গে মেলামেশা শুরু করে দিয়েছেন তারা! যার পোশাকি নাম ‘কাউ কাডলিং’ অর্থাৎ গরুকে আলিঙ্গন।

রীতিমতো মোটা টাকা খরচ করে দিনের একটি দীর্ঘ সময় গরুর সঙ্গে সময় কাটাচ্ছেন তারা। গরুর সঙ্গে সময় কাটানোর জন্য প্রতি ঘণ্টায় ২০০ ডলার (প্রায় ১৬ হাজার ৯৬১ টাকা) করে দিতে হয় তাদের।

তবে কাউ কাডলিং নতুন কিছু নয়। নেদারল্যান্ডসে এর উদ্ভাবন। মহামারির মধ্যে আমেরিকায় এটা ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। এমনকি এটি রীতিমতো ব্যবসায় পরিণত হয়েছে।

টাকার বিনিময়ে গরুর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছেন তারা। কখনও গরুকে জড়িয়ে শুয়ে থাকছেন। কখনও গরুর গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। আবার কখনও বেহালা বাজিয়ে গরুকে শোনাচ্ছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.