শীঘ্রই ঈদগাঁওতে পুর্ণাঙ্গ থানার কার্যক্রম শুরু হবে

শেফাইল উদ্দিনঃ

অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগনেকে এগিয়ে আসতে হবে। অপরাধীদের সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে । পুলিশের একক প্রচেষ্টায় সকল অপরাধ দমন সম্ভব নই। তবে আমি কথা দিচ্ছি, সার্বক্ষণিক পুলিশ আপনাদের সহযোগিতায় নিয়োজিত থাকবে৷ ঈদগাঁও বাজারে ব্যবসা প্রতিষ্টান, শপিংমল, বিভিন্ন ব্যাংক সব মিলে বানিজ্যিক ভিউটা খুবই গুরুত্বপূর্ণ।বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন কক্সবাজারের এসপি মোঃ হাসানুজ্জামান৷

“রবিবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় ককসবাজার সদরের ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷
এসময় উপস্থিত ছিলেন,এএসপিসার্কেল মামুনুল ইসলাম৷ ঈদগাঁও তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল হালিম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বিশিষ্ট মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিম, মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ শামশুল হুদা,জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ঈদগাঁও ইউপি চেয়ারম্যন আলহাজ্ব ছৈয়দ আলম, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যন নুর ছিদ্দিক, ভেন্যু বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হিমু, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যগন, বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক ও ঈদগাঁওয়ের সর্বস্থরের সচেতন জনসাধারন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.