শিমুল হত্যা মামলার প্রধান আসামি মীরু কারাগারে

ওয়ান নিউজঃ জেলার শাহজাদপুরে আলোচিত সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে সিরাজগঞ্জ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোরশেদ আলম তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

কোর্ট পরিদর্শক মো. শহীদুল্লাহ আদালতে হাজিরার তথ্য নিশ্চিত করে জানান, নিয়ম অনুযায়ী আসামিকে নিকটবর্তী আদালতে হাজির করা হয়। পরবর্তীতে তাকে শাহজাদপুর আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র হালিমুল হক মীরু বলেন, আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি। কখনো সাংবাদিককে হত্যা করতে পারি না। আমার বিরুদ্ধে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।

ষড়যন্ত্রকারী কারা এমন এক প্রশ্নের জবাবে মীরু বলেন, যারা সরাসরি বলছে আমিই সাংবাদিককে গুলি করেছি, তারাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে উঠেপড়ে লেগেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.