শিক্ষার্থীদের আকাশ সংস্কৃতির নামে নগ্নতা থেকে দূরে থাকতে হবেঃ অধ্যক্ষ ফজলুল করিম
কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী বলেছেন, আকাশ সংস্কৃতির নামে দেশে যে কালচার চালু হয়েছে, তাতে গায়ের কাপড় খোলে ফেলা হচ্ছে। নষ্ট করা হচ্ছে চরিত্র। শিক্ষার উদ্দেশ্য এটি নয়। শিক্ষার্থীদের আকাশ সংস্কৃতির নামে নগ্নতা থেকে দূরে থাকতে হবে। ধর্মীয় বিধিমালা পালন করতে হবে।
২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ উপলক্ষে উত্তরণ মডেল স্কুল এন্ড কলেজে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী বলেন- শিক্ষা হচ্ছে মানবতার কল্যাণের জন্য। দেশ ও জাতির উন্নয়নের জন্য। যে শিক্ষা নষ্ট পথে ধাবিত করে, সেটি শিক্ষা নয়। জীবনকে আলোকিত ও বিকশিত করার নামই শিক্ষা।
সোমবার (৩০ জানুয়ারী) সকালে শহরের কলাতলীস্থ প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত সভায় শিক্ষাবিদ ফজলুল করিম চৌধুরী বলেন, দেশে জনসংখ্যার মোটেই অভাব নেই, কিন্তু ভাল মানুষের বড়ই অভাব। শিক্ষার্জন করে সনদ নয়, নিজেকে ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই জীবনের স্বার্থকতা।
এ সময় তিনি শিক্ষা, সমাজসেবা, সাহিত্য-সংস্কৃতিসহ সব ক্ষেত্রে বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক আলহাজ্ব এমএম সিরাজুল ইসলামকে শিক্ষার্থীদের সামনে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করেন।
উত্তরণ মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি ও বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক আলহাজ্ব এমএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কক্সবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম উদ্দিন, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি এডভোকেট তোফায়েল আহমদ, বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের যুগ্ম-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম কামাল উদ্দিন, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর প্রধান শিক্ষক মোহাম্মদ ছৈয়দ করিম।
সভায় বক্তৃতা করেন উত্তরণ মডেল স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সদস্য ফরিদ আহমদ, এসএম নজরুল ইসলাম, আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমেদ, মো. রিদুয়ানুল হক প্রমুখ।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী প্রধান শিক্ষক দুলাল কান্তি দে, মো. জালাল, আবদুল খালেক, মো. শাহজাহান, নুরুল হোসাইন, এসএম সাইফুদ্দিন, নাজমা বেগম, সোহেনা পারভিন, হারুন-অর-রশিদ, নেজাম উদ্দিন, আকতার হোসাইন রানা, মাওলানা ফজলুল হক, হাফছা ছাবেকুন নাহার, আয়েশা সিদ্দিকা, মো. শাহরিয়ার ইসলাম (ইমন), হাফেজ মো. তৈয়ব।
সভাপতির সমাপনী বক্তব্যে উত্তরণ মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি ও বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক আলহাজ্ব এমএম সিরাজুল ইসলাম বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়ম কানুন মেনে চলবে। সততা, ন্যায় নীতির পথে অবিচল থাকবে। এমন কোন কাজে জড়াবেনা, যাতে শিক্ষক, মা-বাবার মান মর্যাদা ক্ষুন্ন হয়। শিক্ষা দিয়ে মানবসেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন দেখবে।
তিনি আরো বলেন, পৃথিবীর কোথাও বেয়াদবের জায়গা নেই। কাউকে অশ্রদ্ধা করতে নেই। অপরকে সম্মান দিলে নিজেই সম্মানিত হবে। শুধু পড়ালেখা করে সনদ নিলে হবেনা, শিক্ষার সঙ্গে বাস্তব জীবন মেলাতে হবে। বান্দা ও আল্লাহর হক আদায় করবে। তাতেই শিক্ষা জীবন সফল হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.