এইচ এম রুহুল কাদের, চকরিয়া:
৩১ই মে সোমবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পয়েন্ট ছাত্রশিবিরের ব্যানারে শত শত শিক্ষার্থীর জড়ো হয়ে বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে ।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি কামাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুর কবির।
কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী আসহাব উদ্দিন আসাদের সার্বক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মানববন্ধনে শিবির নেতা কফিল উদ্দিন, চকরিয়া শহর সভাপতি হেলাল উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন-।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রশিবিরের সভাপতি কামাল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। বিশেষ করে ফ্রি ফায়ারসহ বিভিন্ন অনলাইন গেমসে আসক্ত হয়ে যাচ্ছে, তাই অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে জাতিকে মেধা শূন্য থেকে রক্ষা করার আহ্বান জানান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.