শার্শায় সাড়ে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ইয়ানুর রহমান : যশোরের শার্শা সীমান্ত থেকে সাড়ে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বুধবার বিকেলে শার্শা উপজেলার নাভরণ মহিলা কলেজের সামনে থেকে দু’জনকে আটক করা হয়।

আটক দু’জন হলেন, যশোরের কোতোয়ালি থানার আলমনগর পূর্বপাড়ার বাবর আলীর ছেলে মনির হোসেন তৌহিদ (২৩) ও একই থানার ঘোষপাড়া শংকরপুর এলাকার বাবু শেখের ছেলে রানা শেখ (৩৪)।

শার্শা থানার এএসআই আলমগীর হোসেন জানান, নাভরণ মহিলা কলেজের সামনে মাদক কেনা-বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালিয়ে সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ ঘটনায় দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করে আটক দু’জনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.