শার্শায় মাদক অস্ত্র সহ আন্তজেলা ডাকাত দলের সর্দার আটক
ইয়ানুর রহমান : শার্শায় মাদক অস্ত্র সহ আন্তজেলা ডাকাত দলের সর্দারকে আটক করেছে শার্শা থানা পুলিশ। আটককৃত আলমগীর হোসেন শার্শার টেংলারী গ্রামের মৃত কুদ্দুস আলীর পুত্র। তার নামে যশোরের বিভিন্ন থানায় হাফ ডজনের বেশি মামলা রয়েছে।
শার্শা থানা পুলিশের এসআই মোরাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নাভারনের কোন এক জায়গায় অস্ত্র ও মাদকের লেনদেন হবে। এ সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের এসআই মামুন নাভারন কলেজ গেটের যাত্রী ছাউনিতে অভিযান চালিয়ে আলমগীর হোসেন নামে আন্তজেলা ডাকাত দলের সর্দারকে আটক করেছে।
এ সময় তার কাছে থাকা একটি প্যাকেটে তল্লাশী চালায়ে এক কেজি বøাক হেরোইন, একটি ইউ এস এ’র তৈরী পিস্তল, দুটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।
পুলিশ আরো জানান, আলমগীর হোসেনের নামে ডাকাতি, মাদক, অস্ত্র ও সন্ত্রাসীর ঘটনায় যশোরের বিভিন্ন থানায় হাফ ডজনেরও বেশি মামলা রয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.