শার্শায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ৭জন আহত

ইয়ানুর রহমান : নাভারন-সাতক্ষীরা সড়কের শার্শার নাভারন কামারবাড়ী নামক স্থানে রবিবার সন্ধ্যায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ ৭জন আহত হয়েছে। আহতরা শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তী হয়েছে।

আহতরা হলো, শার্শা উপজেলার রঘুনাথপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে বাপ্পি (২৫), যাদবপুর গ্রামের সামছের সরদার’র ছেলে মুজিবর রহমান (৪০), নারায়নপুর গ্রামের আব্দুস ছাত্তার’র ছেলে আতিয়ার রহমান (৪৫), সম্বন্ধকাটি গ্রামের ইসরাইল হোসেন’র ছেলে ইজিবাইক চালক শরিফুল ইসলাম (৩০), জামতলা গ্রামের রেজাউল ইসলাম’র ছেলে রাফি (২০), বালুন্ডা গ্রামের রেজাউল ইসলাম’র ছেলে হাবিবুর রহমার ও ঝিকরগাছা উপজেলার বাদে নাভারন গ্রামের আতাউর রহমানের ছেলে আব্দুল মালেক (৩০)।

নাভারন হাঁইওয়ে পুলিশ ফাড়ীর ইনচার্য এস আই আফজাল জানায়, সন্ধ্যায় শার্শার নাভারন কামারবাড়ী নামক স্থানে একটি ট্রাক যাত্রীবাহী ইজিবাইকে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ ৭জন আহত হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.