শার্শায় ইটভাটা শ্রমিকের মৃতদেহ উদ্ধার হত্যার অভিযোগে স্বামী আটক

ইয়ানুর রহমান : শার্শায়  উলাশী এলাকার একটি ইটভাটা থেকে ফাতেমা বেগম (২০) নামে এক নারী শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফাতেমার স্বামী রবসানকে (২৫) আটক করা হয়েছে।

 

বুধবার সকালে শার্শার উলাশি ইউনিয়নের সম্মন্ধকাঠি গ্রামে অবস্থিত কবীর ব্রিকস নামে একটি ইটভাটা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

 

ফাতেমা সাতক্ষীরার আশাসুনি উপজেলার খাসবাগান গ্রামের রবিউল ইসলামের মেয়ে। আটক রবসান একই গ্রামের মিজানুর রহমানের ছেলে।

 

পুলিশ জানান, সংসারে অভাব অনটনের কারণে ফাতেমা ও তার স্বামী বাড়ি ছেড়ে ইটভাটায় থেকে শ্রমিকের কাজ করতেন। সকালে স্থানীয়রা ইটভাটার কুঁড়ে ঘরে ফাতেমার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। এ সময় মৃতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় এবং স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তার স্বামী রবসানকে আটক করা হয়।

 

শার্শা থানা পুলিশের এসআই মোশারেফ হোসেন  জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.