শার্শার নাভারনে বিড়ি শ্রমিকদের অবরোধ

ইয়ানুর রহমান : বিড়ির উপর থেকে শুল্ক কমানোর দাবিতে শার্শার নাভারনের সাতক্ষিরার মোড়ে ঘন্টব্যাপি সড়ক অবরোধ করে রাখে হাজার দু’য়েক বিড়ি শ্রমিকরা। অবরোধের কারনের গুরুত্বপূর্ন এ সড়কে কয়েক শত যানবাহন আটকে পড়ে।

মঙ্গলবার দুপুরে যশোর বেনাপোল সড়কের নাভারন-সাতক্ষিরার মোড়ে এ কর্মসুচি পালন করে বিড়ি শ্রমিকদের কয়েকটি সংগঠন। তারা বিড়ির উপর থেকে শুল্ক কমানোর দাবি জানান।

এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ফেডারেশনের দক্ষিন-পশ্চিমাঞ্চলনের আহবায়ক ফজলুর রহমান, সদস্য আলম্গীর হোসেন, সাইফুল হোসেন, রশু মিয়া প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.