ইয়ানূর রহমান : শার্শা’র নাভারণ রেস্টেশনে চোরাচালানি ও বিজিবি সদস্যদের মধ্যে চোরাচালানি পন্য উদ্ধার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার সকাল ১০ টার সময় এ ঘটনায় চোরাকারবারিরা বেপরোয়াভাবে বিজিবি সদস্যদের উপর পাথর নিক্ষেপ করলে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি বর্ষন করে।
সংঘর্ষ চলাকালে নেয়ামুল হক নামে এক বিজিবি সদস্য ও একজন চোরাকারবারি আহত হয়। বিজিবির গুলিবর্ষনে চোরাচালানিরা পালিয়ে যেতে বাধ্য হয়। বিজিবি ঘটনাস্থল থেকে বিপুল পরিমান ভারতীয় শাড়ি, জরদা ও আতশবাজি উদ্ধার করে।
স্থানীয় একটি সুত্র জানায়, বিজিবি সদস্যরা চোরাচালানি পন্য উদ্ধার করতে গেলে বিজিবির সাথে চোরাচালানিদের সংঘর্ষ হয়। তখন বিজিবি সদস্যদের লক্ষ করে চোরাচালানিরা রেল লাইনের পাথর নিক্ষেপ করলে নেয়ামুল নামে একজন বিজিবি সদস্য আহত হয়। আহত হয় একজন চোরাচালানি সদস্য। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।
৪৯ বিজিবির লে, কর্নেল আরিফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.