শান্তিতে নোবেল পেল আইসিএএন

ওয়ান নিউজ ডেক্সঃ পরমাণু নিরস্ত্রীকরণে ভূমিকা রাখায় এ বছর শান্তিতে নোবেল পেয়েছে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপনস (আইসিএএন)।

নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রেইস-আন্ডারসন শুক্রবার এ ঘোষণা দিয়েছেন।

২০০৭ সালের ২৩ ও ৩০ এপ্রিল অস্ট্রেলিয়ার মেলবোর্নে ও অস্ট্রিয়ার ভিয়েনায় পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে এটি প্রতিষ্ঠার ঘোষণা দেয়া হয়। অলাভজনক এ প্রতিষ্ঠানের সদর দফতর সুইজারল্যান্ডের জেনেভায়। ৪৬৮টি সহকারী প্রতিষ্ঠানের সঙ্গে ১০১ দেশে এ প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করছে।

নোবেল কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, পারমাণবিক অস্ত্র ব্যবহারে যে মানবিক বিপর্যয় নেমে আসতে পারে সে বিষয়ে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য এ পুরস্কার দেয়া হয়েছে। চুক্তি করে এ ধরনের অস্ত্রের ব্যবহার বন্ধ করার ক্ষেত্রেও এটি বিশেষ ভূমিকা পালন করেছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে ট্রিটি অন দ্য প্রহিবিটেশন অব নিউক্লিয়ার ওয়েপনস প্রস্তাবের খসড়ার অনুমোদন দেয়া হয়েছে।  এ পর্যন্ত ১০৮ টি দেশ পরমাণু নিরস্ত্রীকরণে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।  এতে আইসিএএন-এর যথেষ্ঠ ভূমিকা রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.